Description
মুখ খুললেই আপনি যেন ম্যাজিক করেন… এমন যদি হতো?
– আপনার কথায় মানুষ থমকে দাঁড়ায় না?
– প্রেজেন্টেশন, সাক্ষাৎকার কিংবা ক্যামেরার সামনে গেলেই জিভ কেমন যেন জড়িয়ে যায়? বা থেমে যান?
– ভীড়ের সামনে মুখ খুলতেই গলা শুকিয়ে যায়?
– স্পিচ দিতে গেলেই বুক ধড়ফড় করে?
আপনি কি জানেন এখন যে কথা বলতে পারে সে-ই লিডার হয়? আর আপনি এখনও ভয় পান, জড়তা পায়, ভেতরটা কাঁপে আপনার তাই নয় কি?
INTRODUCING : “স্কিলফুল স্পিকার সিক্রেট প্যাক” একটা বান্ডেল, যা বদলে দেবে আপনার কথা বলার ধরন, ভঙ্গি, আত্মবিশ্বাস—সবকিছু।
কি আছে এই প্যাকের সিক্রেট বইগুলোতে?
– ভয় কাটানোর এক্সপার্ট লেভেল টেকনিক
– এমন কথার জাদু, যেটা শুনে মানুষ থমকে যায়
– কীভাবে ভয়কে বসে এনে স্টেজ কাপাবেন
– ভয়কে জয় করার সাইকোলজিক্যাল টেকনিক
– কীভাবে জাস্ট কথা বলে নিজেকে আলাদা করে তুলবেন
– ইন্টারভিউ, প্রেজেন্টেশন ও স্টেজ স্পিকিংয়ের টেস্টেড টেকনিক
– কীভাবে যেকোনো পরিস্থিতিতে মন জয় করে নেওয়া যায়
– ব্রেইন হ্যাকস ফর ইমপ্যাক্টফুল কমিউনিকেশন মাস্টারি সাইকোলজি
– রিয়েল ওয়ার্ল্ড প্রুভেন পাবলিক স্পিকিং ফর্মুলা
– কনফিডেন্স বাড়ানোর এক্সারসাইজ
– বিশ্ববিখ্যাত লেখকদের প্র্যাকটিক্যাল টিপস
কাদের জন্য এই ❝স্কিলফুল স্পিকার সিক্রেট প্যাক❞
– সোশ্যাল মিডিয়ায় ইমপ্যাক্টফুল স্পিকিং
– কর্পোরেট লাইফে দ্রুত প্রমোশন
– লাইভে গিয়ে মানুষকে ইন্সপায়ার করা
– স্টেজে সেরা পারফরম্যান্স চাইলে
– কথা দিয়ে সব কিছু জয় করতে চাইলে
মনে রাখবেন কথা না বলতে পারার কারণে কিন্তু সুযোগ হারাচ্ছেন প্রতিদিন।
এই প্যাকটি কমিউনিকেশন স্কিল এবং পাবলিক স্পিকিং এর গোপন চাবিকাঠি হাতে ধরিয়ে দেবে একদম।
এই একটি প্যাকই আপনাকে বানাবে প্রেজেন্টার থেকে ইনফ্লুয়েন্সার।
সিক্রেটটা এখন আপনার হাতে…!
আপনার কণ্ঠই হতে পারে আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট — এই প্যাকটাই সেই শুরু। কিনে ফেলুন এখনই!
Shomoyita Sarker Diya –
Ami onk nanusher shamne kotha bolte partam na kintu amr shob programme a stage performance kora lage, ei package ta kine khub vlo lagse shudhu public speaking na aro ei related onk gulo boi ei package a ase, pore khub vlo laglo and onk kichu shikhechi